মিসরে আবারো অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
মিসরে শুক্রবার আবারো সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। হাজার হাজার লোক মিসরজুড়ে বিভিন্ন শহরে বিক্ষোভ করে। কায়রোর একটি আদালত মুসলিম ব্রাদারহুডের সব কার্যক্রম নিষিদ্ধ করার পর এই বিক্ষোভের আয়োজন করা হলো। রায়রো, পোর্ট সৈয়দ, আসাইতসহ বিভিন্ন স্থানে অভ্যুত্থানবিরোধী জোটের আহ্বানে এই বিক্ষোভ প্রদর্শিত হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের ব্যানার বহন করে এবং মুসলিম ব্রাদারহুডের সদস্য প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতকারী সামরিক অভ্যুত্থানের নিন্দা করে স্লোগান দেয়। ৩ জুলাই ওই অভ্যুত্থানের পর মিসরজুড়ে বিক্ষোভ হয়। কর্তৃপক্ষ সহিংসভাবে ওই বিক্ষোভ দমন করে। এতে কয়েক হাজার বিক্ষোভকারী নিহত হয়।