মুম্বাইয়ে ভবনধস : ব্যাপক হতাহতের আশঙ্কা
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পাঁচ তলাবিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। এতে ৯০ জন পর্যন্ত মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত একটি মৃতদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেক লোক ভেতরে আটকা পড়ে আছে। শুক্রবার ভোর ৬টায় ভবনটি মুম্বাইয়ের ডকইয়ার্ড রোডের ওই বাড়িটি ধসে পড়ে। তাতে ২২টি পরিবার বাস করত। মুম্বাই মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ ভবনটির মালিক। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দুর্যোগ মোকাবিলা কমিটির সদস্য। জাতয়ি দুর্যোগ মোকাবিলা বাহিনীর স্থানীয় কমান্ডার অলোক আশ্বিনী বলেন, ভবনটিতে ৮০ থেকে ৯০ জন আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ভারতে প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে। গত এপ্রিলে মুম্বাইতে অবৈধভাবে নির্মিত একটি ভবনধসে পড়লে অন্তত ৭২ জন প্রাণ হারায়। সূত্র : ডেইলি মেইল।