ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিসের উদ্যোগে লন্ডনে মানববন্ধন

নুসরাত হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবি

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিসের উদ্যোগে ফেনীর সোনাগাজীতে মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২.৩০ মিনিটে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক অধ্যাপক কে এম আবু তাহের। সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাকিল উদ্দিনের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলী খানসুরের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শিক্ষাবিদ আব্দুল কাদের সালেহ, মানবাধিকারকর্মী মাকসুদুল হক সাকুর, তরিকুল ইসলাম, তাবাসসুমসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি বন্ধের জোর দাবি জানান। তারা বলেন, ইতিপূর্বে সাগর-রুনী, তনু, মিতুসহ অসংখ্য ঘটনার বিচার না হবার কারণেই দেশে এমন অসংখ্য নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। নুসরাত হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে প্রতিটি জেলা উপজেলা এবং থানায় নারী নির্যাতনের তথ্য সংগ্রহের জন্য একটি স্বতন্ত্র সেল গঠনের আহবান জানানো হয়। যেকোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিও লক্ষ্য রাখার প্রয়োজন বলে বক্তারা উল্লেখ করেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম, আবুল কাশেম, মেহেরুন্নেছা, ওমর ফারুক, সোহান বিন নিজাম, কাজী মোহাম্মদ নুরুজ্জামান, সৈয়দ বারেক রশিদ, জয়নাল আবেদিন, মোঃ মুমিন, রায়হান চৌধুরী, মোঃ আলাউদ্দিন, দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলামসহ কমিউনিটির আরো অনেকে। -প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button