ওয়েস্টমিনিস্টার প্রাসাদও অগ্নিকাণ্ডের ঝুঁকিতে
লন্ডনের ওয়েস্টমিনিস্টার প্রাসাদ ফ্রান্সের নটরডাম ক্যাথেড্রালের মত ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ এমপিরা। গত সোমবার ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনা নটরডাম ক্যাথেড্রাল আগুনে অনেকটাই ধ্বংস হয়ে গেছে। ৮৫০ বছরের প্রাচীন ভবনটি পুরোপুরি তৈরি করতে সময় লেগেছিল দুইশ বছর। গির্জাটি দ্বাদশ ও ত্রয়োদশ শতক ধরে নির্মাণ করা হয়।
লেবার দলের নেতা জেরেমি করবিন বলেন, ওয়েস্টমিনিস্টার প্রাসাদ অনেক ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় আছে। তিনি আরো বলেন, আমি নটরডাম ক্যাথেড্রালে বেশ কয়েকবার গিয়েছি। সেটা অবশ্যই চমৎকার এবং সুন্দর যা পুরো ফ্রান্সের ইতিহাস বহন করে। এসময় তিনি আরো বলেন, সেটির মত আমাদেরও অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে। একবার ভাবুন নটরডাম ক্যাথেড্রালের মত আমাদের ভবনও ধ্বংস হলে আমাদের কেমন লাগবে। আরেক লেবার দলের এমপি বলেন, আমাদের এ ভবনের সুরক্ষার দায়িত্ব আমাদের তাড়াতাড়ি নিতে হবে। ওয়েস্টমিনিস্টার প্রাসাদ, যা লন্ডনে হাউজ অফ পার্লামেন্ট নামেও পরিচিত। এই প্রাসাদে যুক্তরাজ্যের আইনসভার দুই কক্ষের রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কাজে একসাথে বসেন।