শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি
বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে, সৌদি আরব সরকারকে তা তুলে নেয়ার পরামর্শ দিয়েছে দেশটির মন্ত্রীসভার একটি প্যানেল।
একটি সূত্র বলছে, বাংলাদেশ থেকে ধাপে ধাপে শ্রমিক নেয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হবে। এর প্রথম পর্যায়ে গৃহ-পরিচারিকা ও গাড়ি চালক নেয়া হবে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের শ্রম বিষয়ক কনসাল মোকাম্মেল হোসেন সৌদি মন্ত্রিসভা প্যানেলের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আরও প্রশিক্ষিত ও দক্ষ শ্রমশক্তি সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে এ পদক্ষেপ বাংলাদেশকে উৎসাহিত করবে। তিনি বলেন, আমরা এ খবরের জন্য বেশ কিছু দিন ধরেই অপেক্ষায় রয়েছি। বর্তমানে সৌদি আরবে বাংলাদেশী কর্মীর মোট সংখ্যা ১২ লাখ ৮০ হাজার। ২০০৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ওপর কড়াকড়ি আরোপের আগে দেশটিতে প্রতি বছর দেড় লাখ কর্মীকে নিয়োগ দেয়া হতো। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র থেকে বলা হচ্ছে, বাংলাদেশী শ্রমিকদের জন্য সৌদি সরকার ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু করবে। এরকম একটি সূত্র বলছে, তুলনামূলক কম রেটে বাংলাদেশ প্রশিক্ষিত ও দক্ষ কর্মী সরবরাহ করতে পারবে। অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোন ব্যক্তিকে সৌদি আরবে পাঠানো হবে না বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকার।