ইসলামের জন্য কিছু করলে শেখ হাসিনাই করেছেন : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, “ইসলামের জন্য কিছু করলে একমাত্র শেখ হাসিনাই করেছেন। যারা মুখে ইসলামিক কথা বলে অনৈসলামিক কাজ আর দেশে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের এটা করতে দেয়া হবে না।”
শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চীনামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল হতে গরীব দুস্থ, অসহায়দের মধ্যে শীতের কম্বল, সোয়েটার বিতরণকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, “ইসলাম এবং দেশের জন্য কিছু করলে আওয়ামী লীগই করেছে। বিএনপি এবং অন্যরা দেশে অশান্তি সৃষ্টি করার জন্য যা যা বলা দরকার তারা তাই বলছে। মিথ্যা কথা বলে ইসলাম কায়েম করা যাবে না।”
তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, “একটি মহল বলেছে ৫ মে’র ঘটনায় অনেক লোক মারা গেছে। তাদের নাম দিতে বলা হলো, নাম দিতে পারে না। তবুও বলেছে লোক মারা গেছে। সেদিন সমস্ত মিডিয়ার লোক ছিল, তারা দেখেছে। এই দেশে ইসলাম অনুসারী কিছু লোক যারা ৭৮ বছর ধরে আরবি বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করে যাচ্ছে। আর এই আরবি বিশ্ববিদ্যালয় করার আইন সংসদে শেখ হাসিনাই পাশ করেছেন।”
এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই শীত বস্ত্র বিতরণ করা হবে।