যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য পরিকল্পনা প্রত্যাখ্যানের ডাক ইইউর
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একপেশে যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যানের ডাক দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নিয়ে উদ্বেগ জানিয়েছে ২৭ সদস্যের সংস্থাটি।
সদস্য প্রতিটি দেশে এ মর্মে এক চিঠি পাঠিয়েছেন সংস্থার শীর্ষস্থানীয় নেতারা। ওই চিঠিতে তারা বলেছেন, কোনো নীতি বা পরিকল্পনায় যতক্ষণ না ফিলিস্তিনের প্রতি সুবিচার করা হবে, ততক্ষণ সেই পরিকল্পনা গ্রাহ্য করা হবে না। চিঠিতে স্বাক্ষর করেছেন ইউনিয়নের সাবেক ২৫ পররাষ্ট্রমন্ত্রী, ছয় সাবেক প্রধানমন্ত্রী ও ন্যাটোর সাবেক দুই মহাপরিচালক। দ্বিরাষ্ট্রিক সমাধানের আহ্বান জানিয়ে তারা বলছেন, ‘ইউরোপের জন্য ইসরাইল ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আদর্শিক প্যারামিটারের পক্ষে দাঁড়ানোর এখনই সময়।’