ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ৪ নেতা আটক
ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনিসুজ্জামানসহ ৪ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতাদের মুক্তির দাবিতে মিছিল করার সময় ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
পরে পুলিশ বেষ্টনিতে পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা একটি বিক্ষোভ সমাবেশ করে। এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহম্মদ আব্দুল কাইয়ুম বলেন, ‘সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। অন্যায় ভাবে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করে গণতন্ত্রকে ধ্বংসের পায়তারা করছে। অবিলম্বে তাদের মুক্তি না দিলে সারাদেশে আগুন জ্বলবে।’
শাহবাগ থানার ওসি (তদন্ত) আব্দুল জলিল বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের ছেড়ে দেয়া হবে।’
উল্লেখ্য, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বৃহস্পতিবার আটক করা হয় ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতিসহ ৬ নেতাকে।