নিরানব্বই বছরে হাইস্কুল ডিগ্রি !
প্রবাদ আছে -ইচ্ছা থাকলে উপায় হয়। প্রবাদটি সাধারণত তরুন-যুবাদের উজ্জীবিত করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ৯৯ বছর বয়সী এক বৃদ্ধা প্রমাণ দিলেন প্রবাদটি বুড়ো-বুড়িদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাইতো স্কুল সার্টিফিকেট না পাওয়ার যন্ত্রণা তার ঘুচলো বয়সের শেষভাগে এসে।
অড্রে ক্র্যাবট্রি নামের ওই বৃদ্ধা শৈশবে ওয়াটারলুর ইস্ট হাই স্কুলের ছাত্রী ছিলেন। কিন্তু তিনি হাইস্কুল ডিপ্লোমা লাভ করতে পারেননি। ১৯৩২ সালে তিনি ওই স্কুল থেকে বাদ পড়েন। সেদিন থেকেই তিনি আফসোস করে আসছিলেন, হাইস্কুল পাসের একটা সার্টিফিকেটের জন্য। তার নাতনি শেলি হফম্যান তার এই আফসোসের কথা স্কুল কর্তৃপক্ষকে জানান। স্কুলের ভাইস প্রেসিডেন্ট বার্নিস রিচার্ড তাকে আশ্বাস দেন তিনি কিছু একটা করার চেষ্টা করবেন। অবশেষে স্কুলটি অড্রের কিছু পরীক্ষা নেয়। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। এরপর বুধবার তার হাতে তুলে দেয়া হয় সার্টিটিকেট। তাকে উপহার দেয় স্কুলজীবনের সমস্ত রিপোর্ট কার্ডের ফটোকপিও। সূত্র: ইউপিআই