ট্রাম্পের সম্মানে দেয়া ভোজে যাবেন না করবিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে এলে তার সম্মানে দেয়া রাষ্ট্রীয় ভোজে যাবেন না বলে জানিয়েছেন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। রাষ্ট্রীয় সফরে চলতি বছরের জুনে ট্রাম্পের যুক্তরাজ্য সফরের কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সফরসূচিতে তার সম্মানে দেয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের একটি নৈশভোজও আছে। ওই নৈশভোজের আমন্ত্রণ পেলেও তা ফিরিয়ে দিয়েছেন বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা করবিন। লেবার পার্টির এ শীর্ষ নেতা আরও বলেছেন, ‘বর্ণবাদী ও নারীবিদ্বেষী কথা বলা, জলবায়ু পরিবর্তন প্রত্যাখ্যানকারীদের সমর্থন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সব চুক্তি থেকে বেরিয়ে যাওয়া এক প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া উচিত হবে না থেরেসার।’