সৌদিকে আমরা হারাতে চাই না: ট্রাম্প
'তাদের (সৌদি আরব) কিছু না থাকলেও টাকা আছে, ঠিক? তারা আমাদের কাছ থেকে বিপুল টাকার পণ্য কেনে'
সৌদি আরবের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার উইসকনসিনের গ্রিন বে’তে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’র এক সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক খাতে সৌদি আরবের কাছ থেকে অর্থ পেতে তিনি তার কৌশল অব্যাহত রাখবেন। ট্রাম্প বলেন, মার্কিন কোম্পানিগুলো থেকে বিপুল পরিমাণ টাকার পণ্য কেনায় সৌদি সরকারকে সমর্থন করা অব্যাহত রাখবেন তিনি।
গত বছর অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে কনসু্যলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকান্ডের পর তীব্র সমালোচনার মুখে পড়ে সৌদি-মার্কিন সম্পর্ক। এ হত্যাকান্ড নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তারপরও সৌদি নেতৃত্বের প্রতি সমর্থন অব্যাহত রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তাদের (সৌদি আরব) কিছু না থাকলেও টাকা আছে, ঠিক? তারা আমাদের কাছ থেকে বিপুল টাকার পণ্য কেনে, তারা ৪৫ হাজার কোটি ডলারের পণ্য কিনেছে। অনেকেই আছে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শেষ করতে চায়… আমি তাদের হারাতে চাই না।’