মিয়ানমারের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা এক বছর বাড়ল
মিয়ানমারে রাখাইন, কোচিন ও শান রাজ্যে রোহিঙ্গাদের পাশাপাশি দেশটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর যৌন ও হত্যাযজ্ঞ অব্যাহত থাকায় দেশটিতে অস্ত্র বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে দেশটির ১৪ জন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে। এর ফলে আগামী বছরের (২০২০ সাল) ৩০ এপ্রিল পর্যন্ত দুই ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সোমবার (২৯ এপ্রিল) এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কাউন্সিল। সোমবার ব্রাসেলস থেকে পাঠানো ২৮টি সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত ইউরোপীয় কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য গত বছরের ২৬ এপ্রিল মিয়ানমারের ১৪ জন জ্যেষ্ঠ সামরিক ও সীমান্তরক্ষী কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং দেশটির কাছে অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন।