সিংহাসনে বসলেন জাপানের নতুন সম্রাট নারুহিতো

আনুষ্ঠানিকভাবে জাপানের সিংহাসনে আরোহন করেছেন নতুন সম্রাট নারুহিতো। বুধবার সকালে সাদমাটা ও প্রতীকি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজকীয় সম্পদের উত্তরাধিকার গ্রহণ করেন তিনি। জাপানের স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় সাম্রাজ্যিক রাজদণ্ড ও রাজকীয় সিলমোহরের উত্তরাধিকার গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে নারুহিতোর হাতে একটি তলোয়ারের অবিকল প্রতিরূপ ও একটি রত্ন তুলে দেওয়া হয়। এই দুটি জিনিস সাম্রাজ্যিক ক্ষমতার প্রতীক। শত শত বছর ধরে ঐতিহ্যগতভাবে এক সম্রাটের অধিকার থেকে পরবর্তী সম্রাটের হাতে এ তলোয়ার ও রত্ন তুলে দেওয়ার রীতি।

আরেকটি জিনিস হলো আয়না, যেটি সবেচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়। এই তিনটি জিনিস মিলিতভাবে রাজকীয় সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আয়নাটি মিয়ে প্রিফেকচারের ইসে মহামন্দিরে রাখা আছে। এটি কখনো তার অবস্থান ছেড়ে যায় না বলে বিশ্বাস করা হয়। ৫৯ বছর বয়সী নারুহিতো জাপানের ১২৬তম সম্রাট হলেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ও ২৮ বছর বয়সে সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মনোনীত হন। এর আগে মঙ্গলবার টোকিওর ইম্পিরিয়াল প্যালেস থেকে সিংহাসন ছাড়ার ঘোষণা দেন সম্রাট আকিহিতো। জাপানের ২০০ বছরের ইতিহাসে তিনিই প্রথম সম্রাট, যিনি জীবিত অবস্থায় সিংহাসন ত্যাগ করলেন। ৩০ বছরের মাথায় তিনি এ দায়িত্ব ছাড়লেন। বয়স ও অসুস্থতার কারণে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না, এমন অনুভবের কথা জানানোর পর ৮৫ বছর বয়সী সম্রাটকে পদত্যাগ করার আইনি অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button