রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁস
প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন থেরেসা মে
রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁসের জন্য দায়ী করে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার তাকে পদত্যাগপত্র দিতে নির্দেশ দেয়া হয়। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) বৈঠকে হুয়াওয়েকে নিয়ে এক আলোচনার তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে উইলিয়ামসনের বিরুদ্ধে। এদিকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) থেকে তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন বরখাস্ত হওয়া ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী উইলিয়ামসন। এই অভিযোগের বিষয়ে পুলিশি তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
উলেস্নখ্য, ২০১৭ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন উইলিয়ামসন। রাষ্ট্রের সবচেয়ে গোপনীয় বিষয়গুলো এনএসসিতে আলোচনায় ওঠে; সিনিয়র মন্ত্রীরাই এর সদস্য থাকেন, আর সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রয়োজনে সামরিক ও গোয়েন্দা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও বৈঠকে ডাকা হয়ে থাকে।
এনএসসির গত সপ্তাহের বৈঠকে চীনের হুয়াওয়ে কোম্পানিকে ফাইভ-জি নেটওয়ার্কের কাজ দেয়া নিয়ে আলোচনা হয়েছে বলে ‘দ্য টেলিগ্রাফ’ খবর প্রকাশ করলে তা নিয়ে আলোচনার ঝড় বইছে দেশটির পার্লামেন্টে। কেননা হুয়াওয়ের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের টানাপড়েন চলছে। হুয়াওয়ে প্রধানের মেয়ে ও কোম্পানির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মেং ওয়ান ঝুকে কানাডায় গ্রেপ্তারের পর তা নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে জটিলতা দেখা দিয়েছে। টেলিকম খাতে পণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ কোম্পানি হুয়াওয়ের প্রযুক্তি নিয়ে ঘোর সন্দেহ থেকে বন্ধু রাষ্ট্রদের তা ব্যবহার না করতে আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।