এরদোগানের আমন্ত্রণে তুরস্কে যাচ্ছেন ট্রাম্প

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে চলতি বছরের মাঝামাঝি দেশটিতে সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। মঙ্গলবার প্রেসিডেন্ট এরদোগানের একজন সিনিয়র সহযোগী ইব্রাহিম কালিন ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মধ্যে ওই সফরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তুরস্কের ওই কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, ট্রাম্প জুলাই মাসে তুরস্ক সফর করবেন। যদিও তার তুরস্ক সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আরেকজন সিনিয়র তুর্কি কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, উভয়পক্ষই সফরের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই ন্যাটোর সদস্য। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন ইস্যুতে আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। এরমধ্যে রাশিয়া থেকে তুরস্কের এস-৪০০ মিসাইল কেনা সিদ্ধান্ত এবং সিরিয়া ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দিশ বাহিনীকে যুক্তরাষ্ট্রের সমর্থন আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্ককে তিক্ত করে তোলে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button