হোয়াইট হাউজ থেকে মাহে রমজানের বার্তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে মাহে রমজান উপলক্ষে বিশ্বের মুসলিমদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ রোববার দ্যা হোয়াইট হাউজে প্রকাশ করা রাষ্ট্রীয় বিবৃতিতে তিনি বলেন, মুসলিমদের পবিত্র মাস রমজানে রোজা পালনকারী সকল মুসলমানকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এ পবিত্র মাসে মুসলিমদের পবিত্র কিতাব কুরআন তাদের নবি মুহাম্মাদ সা:, এর কাছে প্রেরণ করা হয়। তাই এ মাসের গুরুত্ব তাদের কাছে অনেক অনেক বেশি। তারা এ মাসে কুরআন অবতীর্ণের স্মৃতিচারণ করে। ভোর রাত থেকে সূর্যোদয় পর্যন্ত তারা উপবাস থাকে। মুসলমান পরিবার এবং সম্প্রদায় দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় অতিবাহিত করে। আমরা তাদের এ পবিত্রতম মাস ও এ মাসে তাদের সাধনাকে সম্মান জানাই।
রমজানের সময়, মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ধর্মগ্রন্থ কুরআন পাঠ করে। দয়াময় আল্লাহর কাছে তারা পার্থনা করে। আধ্যাত্মিকভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে চেষ্টা করে। আল্লাহর অনুগ্রহ ও করুণার পেতে গভীরভাবে ইবাদত করে ও কৃতজ্ঞতা জানায়। এ মহান মাসে, আমাদের দেশ ও সারাবিশ্বের সকল মুসলিমদের প্রতি আমরা শুভেচ্ছা জানাই। সকলকে একে অপরের সাথে ভাতৃত্ব বন্ধন বজায় রাখার আমন্ত্রণ জানাই। এ মহান মাস রমজানে আমাদের আত্মা, মন ও সমাজকে আরো সুসংগত এবং শ্রদ্ধাশীল করতে সাবাই আন্তরিক হবেন এটাই আমরা আশা করি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজের ওয়েব সাইটে রাষ্ট্রপতির রমজানের বার্তায় আরো বলেন, আমার স্ত্রী মেলানিয়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ও সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে আমাকে তার পক্ষ থেকে শুভ কামনা জানাতে বলেছেন।