রোজাদারকে সাহরী দিয়ে প্রশংসিত আইরিশ হোটেল

একজন মুসলমান রোজাদারকে আতিথ্য দিয়ে প্রশংসিত হল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হোটেল। রমজান মাসে, সারা বিশ্বে মুসলমানরা রোজা পালন করে। ইবিস ডাবলিন হোটেলে একজন মুসলিম অতিথি সাহরীর সময় হোটেল কর্তৃপক্ষকে হালকা খাবার দেয়ার জন্য বলেন। কিন্তু গভীর রাতে তিনি যখন নিচে নামেন, তিনি দেখেন যে হোটেল কর্তৃপক্ষ তার জন্য একটি সম্পূর্ণ ব্রেকফাস্ট বুফে সাজিয়ে রেখেছে।
এই ঘটনা জানিয়ে টুইট করেন হোটেলের এক কর্মী হেমন্ত। টুইটে বলা হয়, রাত ২:৩০ মিনিটে সেখানে একমাত্র ওই ব্যক্তিই ছিলেন। তার জন্যই সকালের খাবারের পুরো আয়োজন সাজিয়ে রাখে কর্তৃপক্ষ।
টুইটে হেমন্ত জানান, ‘একজন মুসলিম অতিথি হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছিলেন, রোজা রাখার জন্য সাহরী করার প্রয়োজনে তাকে খাবার দেয়া সম্ভব কিনা। তারা বলল, ঠিক আছে, দয়া করে ২:৩০টার দিকে নিচে আসবেন। তিনি যখন নিচে নামেন, দেখেন একটি সম্পূর্ণ বুফে ব্রেকফাস্ট সাজানো রয়েছে। হোটেল কর্তৃপক্ষ থেকে তাকে বলা হয়েছিল, তার জন্য কমপক্ষে এটুকু তারা করতেই পারেন।’ হেমন্ত বলেন, ‘এই হোটেলের জন্য তিনি গর্বিত। ঘৃণার মাঝে এখনও মানবতা আছে।’
টুইটারের এই পোস্টটি ১ লাখেরও বেশি লাইক পেয়েছে। প্রচুর ভালো ভালো কমেন্টও করেছেন পাঠকরা।
শারাফাত শাহ নামের আরেক ব্যবহারকারী টুইটারে পোস্ট দিয়ে জানান, একই হোটেলের সিঙ্গাপুর শাখায় মুসলমানদের জন্য গভীর রাতে সাহরীর জন্য বিশেষ খাবার বিনামূল্যে সরবরাহ করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button