ফিরে এলেন জনপ্রিয় শিল্পী আহমাদ বুখাতির

রকিব মুহাম্মদ: আরব আমিরাতের নন-মিউজিক্যাল ইসলামি সঙ্গীতের জনপ্রিয় শিল্পী আহমেদ বুখাতির। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বব্যাপী তার গানের ভক্ত অগনিত। তিনিই প্রথম মধ্যপ্রাচ্যীয় নাশীদ শিল্পী, যিনি ভার্জিন মিউজিক টপ চার্টে প্রথমবারের মত শীর্ষস্থানে ছিলেন| ইসলামী শরিয়তের গণ্ডিতে থেকে কোন বাদ্যযন্ত্র ছাড়াই তিনি নাশিদ ও গান উপহার দিয়ে আসছেন| তার অ্যালবাম মধ্যপ্রাচ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বহুবার সর্বোচ্চ সংখ্যক কপি বিক্রি হওয়ার গৌরব অর্জন করে| তার উল্লেখ্যযোগ্য গানের তালিকায় রয়েছে- ইক্বরা’ উখাইয়্যা, ইয়া উম্মী, ফরগীব মি ইত্যাদি।

দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও এবারের রমজানে একক সঙ্গীত নিয়ে ফিরে এলেন জনপ্রিয় এ নাশিদ শিল্পী। ‘ক্যান ইউ ফরগিভ মি’ শিরোনামে নতুন নাশিদটি গত ৪ মে আহমাদ বুখাতিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। নাশিদটির লিরিক লিখেছেন ওমর সাকাফি এবং আব্দুর রহমান বুহাইলা সুর দিয়েছেন।

আহমাদ বুখাতির একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে সাক্ষাৎকার প্রদানকালে তার নতুন গানটি সম্পর্কে বলেন, “আমি রমজানে এই নাশিদটি প্রকাশ করার কারণ, এ সময়ে মানুষ আল্লাহর কাছে তওবা করেন, পরিবারের কাছে ফিরে আসেন, অনেকে তাদের ভাঙা সম্পর্ক নতুন করে শুরু করেন। আমার নাশিদ ‘ক্যান ইউ ফরগিভ মি’ রমজানের নতুন কোন বার্তা নিয়ে এসেছে এমনটি নয় তবে এটি আমাদের পরস্পরকে ক্ষমা করে দেওয়ার প্রতি অনুপ্রাণিত করবে।’’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button