৩০ বছর পর ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ

Rohani৩০ বছর পর নতুন এক ইতিহাস সৃষ্টি হলো ইরান-আমেরিকার কূটনৈতিক সম্পর্কে। ফোনালাপ হলো দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে। শুক্রবার দুপুরের পর আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি প্রায় ১৫ মিনিট নিজেদের মধ্যে ফোনে কথা বলেন। আলাপ শেষে রুহানি শুভেচ্ছা জানান ওবামাকে। ওবামা বললেন ‘ধন্যবাদ, খোদা হাফেজ’।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর এই প্রথম ইরান ও আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে সরাসির কোনো যোগাযোগ হলো। ওবামার পক্ষ থেকে এ ফোনালাপের কথা নিশ্চিত করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম বার্ষিক অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিতে প্রেসিডেন্ট রুহানি গাড়িতে করে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার সময় এ ফোনালাপ হয়। এ সময় দুই নেতা বিভিন্ন ইস্যুতে কথা বলেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ফোনালাপে ওবামা ও রুহানি তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের অচলাবস্থার নিরসন এবং এর একটি সুন্দর সমাধানের জন্য দ্রুত রাজনৈতিক সদিচ্ছা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। সূত্র: সিএনএন, আইআরআইবি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button