বিশ্বকাপ জিতলে পাওয়া যাবে সাড়ে ৩৩ কোটি ডলার
আসন্ন ক্রিকেট বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি। ২০১৯ বিশ্বকাপে যে পরিমাণ অর্থ পুরস্কার মূল্য হিসেবে দেয়া হবে, তা আগে কখনো দেয়া হয়নি। শুক্রবার বিশ্বকাপের পুরস্কার মূল্যের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে বিজয়ী দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৩ কোটি ৬৯ লাখ টাকা। রানার্স দল পাবে ২০ লক্ষ মার্কিন ডলার।আর সেমি-ফাইনাল থেকে বিদায় নেয়া দুই দল পাবে ৮ লক্ষ মার্কিন ডলার করে।
আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ। ১১টি ভ্যেনুতে ৪৬ দিন ধরে চলবে টুর্নামেন্ট। আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ১০ দলের ক্রিকেটের মহারণ। ১৪ জুলাই লর্ডসে হবে বিশ্বকাপের ফাইনাল। আর সেই লড়াইয়ে যে দল চ্যাম্পিয়ন হবে, তারা যে শুধু গৌরবের চূড়ায় পৌঁছাবে তা নয়, সেই সঙ্গে পকেটে পুরবে রেকর্ড পরিমাণ আর্থিক পুরস্কারও।
বিশ্বকাপের জন্য মোট এক কোটি মার্কিন ডলার আর্থিক পুরস্কার বরাদ্দ করেছে আইসিসি। চ্যাম্পিয়ন, রানার্স ও সেমি-ফাইনালিস্ট দলগুলি ছাড়াও প্রতিটি ম্যাচেই থাকছে আর্থিক পুরস্কার। রাউন্ড-রবিন লিগের প্রত্যেক ম্যাচের বিজয়ী দল পাবে ৪ হাজার মার্কিন ডলার। এছাড়াও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ছয় দলকে দেয়া হবে এক লক্ষ ডলার। তবে এখন পর্যন্ত ব্যক্তিগত পুরস্কার, যেমন ম্যান অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কারের আর্থিক মূল্য প্রকাশ করেনি আইসিসি। সে সব যোগ করলে পুরস্কারের অর্থমূল্য আরও বাড়বে।