ইংল্যান্ডের জার্সি উন্মোচন
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের নতুন জার্সি উন্মোচন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। জার্সিটি তৈরি করেছে আমেরিকার খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিউ ব্যালেন্স। ইংল্যান্ডের ১৯৯২ সালের বিশ্বকাপের ক্লাসিক জার্সির ছোঁয়া দেয়া হয়েছে নতুন জার্সিটিতে। প্রায় একই রকম জার্সি পরে ইয়ান বোথামরা খেলেছিলেন সেই বিশ্বকাপ। জার্সিটিতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল নীল রং। আর কাঁধের কাছে রয়েছে উজ্জ্বল ও গাঢ় নীল রংয়ের কয়েকটি স্ট্রিপ। বুকের মাঝখানে কালো রংয়ে লেখা আছে ইংল্যান্ডের নাম। আর ট্রাউজারে ব্যবহার করা হয়েছে গাঢ় নীল রং। ১৯৯২ সালে বিশ্বকাপের আসর বসেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সেই আসরে ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে ২২ রানে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় তাদের। ১৯৯৯ সালে বিশ্বকাপের আসর বসে ইংল্যান্ড। ঠিক ২০ বছর পর আবার বিশ্বকাপ ফিরেছে ক্রিকেটের জন্মভ‚মিতে। তাই এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে জার্সিটিতে ক্লাসিক ছোঁয়া এনেছে দেশটি। নতুন জার্সি পরে ফটোসেশনে অংশ নেন বাটলার, রুট, মরগ্যান, আর্চার, মঈন আলীরা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জার্সিটির ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলে ইংলিশ সমর্থকরা জার্সিটির প্রশংসা করে। বিখ্যাত ব্রিটিশ দৈনিক দ্য সান এই জার্সিটিকে ইনক্রিডিবল জার্সি বলে সম্বোধন করে।
এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট ও বেলেন্স দল ইংল্যান্ড। বিশ্বকাপ জেতার উদ্দেশ্য নিয়ে গত কয়েক বছর ধরেই পরিকল্পনা করে আসছে দেশটি। এর আগে দুবার বিশ্বকাপের ফাইনাল খেললেও ট্রফি ছোঁয়া হয়নি তাদের।