সৌদিতে সাত লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পেলেন
সাগর চৌধুরী, রিয়াদ: সৌদি সরকারের সাধারণ ক্ষমার আওতায় প্রায় তিন লাখ ১০ হাজার অবৈধ বাংলাদেশিকে সেবা দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। দূতাবাসের সেবার মধ্যে ছিল, আউটপাস ইস্যু, নতুন পাসপোট ইস্যু, পুরাতন পাসপোর্ট নবায়ন ইত্যাদি। প্রায় তের হাজার হুরুবকৃত পুরাতন পাসপোটও বিতরণ করা হয়েছে।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের এক মতবিনিময় সভায় এ তথ্য জানান লেবার কাউন্সিলর ড. এমদাদুল হক। মিশনপ্রধান আইউবের সঞ্চালনায় দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর খায়রুল আলম, কাউন্সিলর মোশাররফ হোসেন প্রমুখ।
লেবার কাউন্সিলর সুর্নিদিষ্টভাবে জানাতে পারেননি কতজন অবৈধ বাংলাদেশি তাদের কপিল পরির্বতন (নাকাল কপালা বা তানাজ্জল) করতে পেরেছেন কিংবা কতজন অবৈধ বাংলাদেশি আউটপাস নিয়ে দেশে প্রত্যাবর্তন করেছেন। তবে বিভিন্ন সূত্রের বরাতে প্রিন্টকৃত লিফলেটে বলা হয়, সাধারণ ক্ষমা ঘোষণার পর হতে এখন পর্যন্ত আনুমানিক প্রায় সাত লাখ বাংলাদেশি স্পন্সর (কপিল) ও পেশা পরির্বতনে বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ বিমানের তথ্য মতে, ষোল হাজার অবৈধ বাংলাদেশি আউট পাসের মাধ্যমে দেশে প্রত্যাবর্তন করতে পেরেছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রমতে, দুই লাখ ২২ হাজার ২৯৯ জন ওভারস্টেয়ার সাধারণ ক্ষমার সময়ে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রর্ত্যার্বতন করেছেন (যারা ভিজিট ভিসা এবং ননওর্য়াক ভিসায় এদেশে এসে নির্দিষ্ট সময় পার হওয়ার পরও প্রস্থান করেননি) । আর উক্ত সময়ের মধ্যে ৮ লাখ ৫৯ হাজার ২৭ জন বিদেশি শ্রমিক সৌদি আরব প্রস্থান করেছেন এঙিট এবং রিটার্ন ভিসায় ।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, গোলাম মহিউদ্দীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি ডা. মাসুদুর রহমান, কবি ও সাংবাদিক শাহজাহান চঞ্চল, বিএনপি নেতা শেখ রুহুল আমীন বাবুল, পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারি, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, ডা. শাহ আলম, কবি ফিরোজ খান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখার চেয়ারম্যান ডা. কামরুল ইসলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখার চেয়ারম্যান ডা. জাকিউল হাসান প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজন।
বক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে লেবার কাউন্সিলর ড. এমদাদুল হক বলেন, অনিয়ম কিংবা হয়রানির সুর্নিদিষ্ট তথ্য-প্রমাণ দিতে পারলে স্থানীয় প্রশাসন বা মন্ত্রণালয়ে অভিযোগ করা যাবে। ৩ নভেম্বর ২০১৩-এর মধ্যে অবৈধদের বৈধ অথবা দেশে প্রত্যাবর্তন করতে হবে। বৈধ হতে যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদের স্থানীয় থানায় সাধারণ ডায়রি করতে হবে । আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ ক্ষমার মেয়াদ বর্ধিত হবে না।
মতবিনিময় সভায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখার চেয়ারম্যান ডা. কামরুল ইসলামের উপস্থিতিতে তার পদত্যাগ এবং বিচার দাবি করেন অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম, ডা. মাসুদুর রহমান, ডা. শাহ আলম প্রমুখ।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখার চেয়ারম্যান ডা. জাকিউল হাসানের উপস্থিতিতে অনিয়মের কথা তুলে ধরেন বিওডির সাবেক চেয়ারম্যান কবি ফিরোজ খান।
জবাবে দুইজন চেয়ারম্যানই তাদের নিরাপরাধ প্রমাণের চেষ্টা করেন। তারা বলেন, সব কিছুই স্থানীয় প্রসাশনের নির্দেশনা অনুযায়ী পরিচালনা করছেন। তবে তারা স্কুলের নিজস্ব ভবন নির্মাণ কিংবা স্থান নির্বাচনের জন্য কোনো মন্তব্য করেননি।