সিনিয়র এমপি’র পদত্যাগে আবারো চাপের মুখে থেরেসা
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ওপর চাপ ক্রমাগত বেড়েই চলেছে। নিজদলের এমপি’দের বিদ্রোহের আগুনে ঘি ঢেলে আরেক এমপি আন্ড্রেয়া লিডসন বুধবার পদত্যাগ করেছেন। থেরেসার ব্রেক্সিট বিলে সমর্থন নেই উল্লেখ করে এই সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি। থেরেসার মন্ত্রিসভার একাধিক এমপি বিবিসি’কে জানিয়েছে, প্রধানমন্ত্রীকে অচিরেই দায়িত্ব থেকে সরে আসতে হবে।
সাংবাদিকদের লিডসন বলেন, ‘থেরেসা মে’র নতুন ব্রেক্সিট পরিকল্পনায় এমনকিছু বিষয় রয়েছে যেগুলোর প্রতি সমর্থন দেখানো আমার পক্ষে সম্ভব নয়।’ এদিকে, লিডসনের পদত্যাগের প্রতিক্রিয়ায় থেরেসা বলেন, ‘আবেগী, আন্তরিক ও গতিময় একজনকে হারানোর জন্য দুঃখপ্রকাশ করছি।’ তবে, থেরেসার পক্ষ থেকে লিডসনের স্থলাভিষিক্ত কে হচ্ছেন সেবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।