এক মাসের মধ্যে যুদ্ধাপরাধ বিচারের রায় কার্যকর
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অব: ক্যাপ্টেন তাজুল ইসলাম বলেছেন, আগামী এক মাসের মধ্যে অন্তত একজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হবে। শনিবার সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধীর রায় কার্যকর করাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোট দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। তাই মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও আওয়ামীলীগ নেতা কর্মীদের সচেষ্ট থাকতে হবে।
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব দলই এই নির্বানে অংশ নিবে। তবে একটি মহল এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।
তাজুল ইসলাম বলেন, আওয়ামীলীগ ছাড়া কোন দল কখনো শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়েনি। বিএনপির জন্ম ক্ষমতার মাধ্যমে এবং ক্যান্টনমেন্টে। তাই তারা ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না।
আহাদ চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম প্রমুখ।