হেলিকপ্টার সার্ভিস আনছে উবার
যাত্রীদের সময় বাঁচানো ও যানজট থেকে মুক্তি দিতে এবার হেলিকপ্টার সার্ভিস আনছে স্মার্টফোনের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক উবার। সংস্থাটি জানিয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দারা এই সেবা পাবেন। প্রাথমিকভাবে উবার সার্ভিস ব্যবহারে এগিয়ে থাকা গ্রাহকরা ম্যানহাটন থেকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে হেলিকপ্টারে চলাচল করতে পারবেন।
উবারের গাড়ি দিয়ে যাত্রীদের বিমানবন্দরে আনা-নেয়া করা হবে। হেলিকপ্টারে চড়ে দুই বিমানবন্দর পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৯ মিনিট। এই সেবা পেতে খুব বেশি খরচ করতে হবে না বলেই দাবি উবারের। তারা বলছে, এই সেবা পেতে যাত্রীপ্রতি গুনতে হবে ২০০ মার্কিন ডলার। এর মধ্যে বিমানবন্দরে আনা-নেয়ার খরচ অন্তর্ভুক্ত। ৯ জুলাই থেকে চালু হতে যাওয়া এই সেবা ছুটির দিন বাদে প্রতি সন্ধ্যায় পাওয়া যাবে।