সালমান এফ রহমানের সঙ্গে ইউকেবিসিসিআইয়ের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসি)-এর ২৩ সদস্যের প্রতিনিধিদল। গত মঙ্গলবার এই সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত ১০ বছরে নজিরবিহীন উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যস্থলের একটি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বজুড়ে বহু ব্যবসায়ী ও প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করছে কিংবা আগ্র বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বৃটিশ-বাংলাদেশী ব্যবসায়ীরাও এ সুযোগ নিতে পারেন। উপদেষ্টা বলেন, বৃটিশ-বাংলাদেশী ব্যবসায়ীরা একত্রিত হয়ে বাংলাদেশে বৃটেনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিতে পারেন। বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অভিবাসীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপদেষ্টা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখারও পরামর্শ দেন। বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে ও বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে বৃটেনে বিনিয়োগ সম্মেলন ও সেমিনার আয়োজনের ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকারও পরামর্শ দেন তিনি।