অবৈধ ইমিগ্রান্ট ধরতে ইউকেবিএ-র নিয়মিত অভিযান
বৃটেনের অবৈধ ইমিগ্রান্ট মুক্ত করতে ইউকেবিএ-র নিয়মিত অভিযান চলছে। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও অভিযান পরিচালনা করছে ইউকে বর্ডার এজেন্সি। এরই অংশ হিসেবে বুধবার বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের চাপম্যান ষ্ট্রিটের দুইটি দোকানে অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানে কমপক্ষে ১০ বাঙালীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে, যাদের অধিকাংশই বাংলাদেশী।
হোম অফিস সূত্রে জানা যায়, বুধবার সকালে চাপম্যান ষ্ট্রিটের -বেস্ট ফুড ক্যাশ এন্ড কারি- এবং -কাঁচা বাজার গ্রোসারী শপ- নামের দুটি দোকানে অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, অভিযানের সময় চাপম্যান স্ট্রিটের কাঁচা বাজার গ্রোসারী শপে অনেক ক্রেতা শপিং করছিলেন। আকস্মিক ইউকেবিএ কর্মকর্তারা দোকানে প্রবেশ করেই দরজা বন্ধ করে দিতে বলেন এবং সবার আইডি পরীক্ষা করতে শুরু করেন। ক্রেতারা ইউকেবিএ-র অফিসারদের আইডি দেখিয়ে দোকান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। এ সময় তারা দোকানের কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে তারা পার্শ্ববর্তী বেস্টফুড গ্রোসারী শপে অভিযান চালিয়েও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে চাপম্যান স্ট্রিটের ইউকেবিএ-র কর্মকর্তাদের ৪/৫টি ভ্যান এবং বিপুল সংখ্যক পুলিশ গোটা এলাকা ঘিরে করে রাখে। হোম অফিস থেকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ইমিগ্রান্টের সংখ্যা না জানা গেলেও কমপক্ষে ৮/১০ হবে বলে ধারণা করা হচ্ছে। এ অভিযানের পর পূর্ব লন্ডনের বাঙালী ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।