ইংল্যান্ডকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট ও চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে সহজে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লন্ডনের ঐতিহাসিক লর্ডসে মঙ্গলবার স্বাগতিকদের ৬৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ১২ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করল অজিরা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। তবে ১২৩ রানের উদ্বোধনী জুটির পরও ইংলিশদের বড় লক্ষ্য দিতে পারেনি তারা। অধিনায়ক ফিঞ্চের শতক ও ওয়ার্নারের অর্ধশত রানের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়া শেষের দিকে অ্যালেক্স কেয়ারির ২৭ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২৮৫ রানের সংগ্রহ পায়।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয় পেসার বেরেনডর্ফ ও স্টার্কের গতিতে শুরুতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই জেমস ভিন্সকে বোল্ড করেন বেরেনডর্ফ। পরে ফেরান আরেক ওপেনার জনি বেয়ারস্টোকে। এই দুই উইকেটের মাঝে স্টার্ক ফেরান ইংল্যান্ডের দুই ব্যাটিং ভরসা জো রুট ও অধিনায়ক ওয়েন মর্গ্যানকে।

৫৩ রানে প্রথম চারজন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে খাদে পড়া ইংল্যান্ডকে অনেকটা টেনে নেন বেন স্টোকস। কিন্তু অন্যদের ব্যর্থতার দিনে কাজে আসেনি তার ৮৯ রানের লড়াকু ইনিংস। শেষ পর্যন্ত ৪৪.৪ ওভারে ২২১ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮৫/৭ (ফিঞ্চ ১০০, ওয়ার্নার ৫৩, খাওয়াজা ২৩, স্মিথ ৩৮, ম্যাক্সওয়েল ১২, স্টয়নিস ৮, ক্যারি ৩৮*, কামিন্স ১, স্টার্ক ৪*; ওকস ১০-০-৪৬-২, আর্চার ৯-০-৫৬-১, উড ৯-০-৫৯-১, স্টোকস ৬-০-২৯-১, মইন ৬-০-৪২-১, রশিদ ১০-০-৪৯-০)।

ইংল্যান্ড: ৪৪.৪ ওভারে ২২১ (ভিন্স ০, বেয়ারস্টো ২৭, রুট ৮, মর্গ্যান ৪, স্টোকস ৮৯, বাটলার ২৫, ওকস ২৬, মইন ৬, রশিদ ২৫, আর্চার ১, উড ১*; বেরেনডর্ফ ১০-০-৪৪-৫, স্টার্ক ৮.৪-১-৪৩-৪, কামিন্স ৮-১-৪১-০, লায়ন ৯-০-৪৩-০, স্টয়নিস ৭-০-২৯-১, ম্যাক্সওয়েল ২-০১৫-০)। -ইউএনবি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button