সিলেটে ব্র্যাক ব্যাংকের ৯০ লাখ টাকা ছিনতাই
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ব্র্যাক ব্যাংকের ৯০ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার বেলা ২টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরী থেকে গাড়িযোগে ব্র্যাক ব্যাংকের ওই টাকা বিশ্বনাথ ব্রাঞ্চে নেয়া হচ্ছিলো। শহরতলীর লালাবাজার এলাকায় পৌঁছা মাত্র চারটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দক্ষিণ সুরমার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।