পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ৩৮
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী পেশোয়ারের কিসা খাওয়ানি মার্কেটে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণে দোকান ও যানবাহনে আগুন ধরে যায়। পুলিশ ও পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের চিকিত্সক আরশাদ জাভেদ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। সেখানে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, ওই বাজারের নিকটস্থ পুলিশ স্টেশনকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তবে, তাত্ক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে শুক্রবার পেশোয়ারের কাছে সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়।
গত সপ্তাহে পেশোয়ারের একটি চার্চে বোমা বিস্ফোরণে ৮০ জন নিহত হয়।