নিরপেক্ষ নির্বাচন করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তিনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানিয়েছেন বলেও জানান। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় জাতিসংঘ বাংলাদেশ মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে বলেছেন, তিনি জাতির স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। সংসদে আসুন। পরিষ্কার করে বলুন, কী চান?
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ থেকে আরো নতুন সদস্য যোগ দেয়ার প্রস্তাব পাওয়া গেছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যাপ্ত পর্যবেক্ষক পাঠানোর জন্য জাতিসংঘের মহাসচিবের প্রতি আহ্বান জানান তিনি।