ইরানকে ‘গ্রিফিন’ ফেরত দিলো আমেরিকা
ওবামা-রুহানি ফোনালাপের পর বন্ধুত্বের নিদর্শন স্বরুপ ইরানের আড়াই হাজার বছর পুরনো শিল্পকর্ম ‘গ্রিফিন’ ফেরত দিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার বারাক ওবামার সঙ্গে টেলিফোন সংলাপের পর আমেরিকা সসম্মানে ঐতিহাসিক শিল্পকর্ম ‘গ্রিফিন’ ফেরত দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
তিনি বলেন, ‘গ্রিফিন’ টি হচ্ছে ঐতিহাসিক ও অত্যন্ত মূল্যবান একটি জিনিস। এটি ২৭০০ বছর আগের। এতদিন এটি আমেরিকার হাতে ছিল। গ্রিফিনটি ফেরত দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ১৯৭৪ সাল থেকে গ্রিফিনটি ইরানে ফেরত আনার জন্য ব্যাপক চেষ্টা হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার আমেরিকা সসম্মানে তা আমাদের কাছে হস্তান্তর করেছে। রুহানি বলেন, এটি ইরানি জাতির প্রতি আমেরিকার উপহার। তিনি বলেন, গ্রিফিন হচ্ছে ইরানি জাতির প্রাচীন সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতির পরিচায়ক।