ইংল্যান্ড দলকে রানির শুভেচ্ছা
রোমাঞ্চকর এক বিশ্বকাপ ফাইনাল দেখলো বিশ্ব। মূল ম্যাচ টাই হওয়ার পর ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল গড়লো সুপার ওভারে, তারপর সেখানেও টাই। শেষ পর্যন্ত মূল ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকায় জয়ী ইংল্যান্ড। নিজের ও রাজপুত্র ফিলিপের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে রানি বলেন, ‘প্রিন্স ফিলিপ ও আমার পক্ষ থেকে ইংল্যান্ড পুরুষ দলের এমন রোমাঞ্চকর বিশ্বকাপ জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’ নিজের দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিউজিল্যান্ডের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন রানি। বলেন, ‘এছাড়াও আমার সহমর্মিতা রইলো রানার্স আপ নিউজিল্যান্ডের প্রতি। যারা অত্যান্ত দায়িত্ব ও পরিশ্রমের সঙ্গে খেলাটি শেষ করেছেন।’
উল্লেখ্য, ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪১ রান করে নিউজিল্যান্ড। টার্গেটে ব্যাট করতে নেমে ২৪১ রানেই থামে ইংল্যান্ড। টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তাতেও স্কোর সমান- দুদলেরই সংগ্রহ দাঁড়ায় ১৫ রান করে। শেষ পর্যন্ত বাউন্ডারির হিসাবে বিজয়ী হন ইংলিশরা। স্বপ্নভঙ্গ হয় কিউইদের।