সাতক্ষীরায় পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের ২ কর্মী নিহত, গুলিবিদ্ধ ৭

Jamaatসাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের সাথে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের পাউখালী মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কালিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি উপজেলা সদরের বাজারগ্রামের আফতাব উদ্দীনের ছেলে শিবিরকর্মী আরিফুজ্জামান (১৫) ও উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে জামায়াত কর্মী রুহল আমিন (৩৫) নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো সাত নেতাকর্মী। হরতালের সমর্থনে কালিগঞ্জের কুশলিয়া ইউনিয়নের পাউখালী মোড় এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যারিকেড উঠাতে গেলে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি ছুড়লে নুরুল ইসলাম ও আরিফুজ্জামান নিহত এবং কমপক্ষে সাত নেতাকর্মী গুলিবিদ্ধ হন। জামায়াতের কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী আব্দুল ওহাব দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে জামায়াত-শিবিরের ২৪/২৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় কালিগঞ্জ থানার কনস্টেবল ফরিদ গুরুতর আহত হয়েছেন এবং এসআই নকিব ও সোহরাব হোসেনসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। গুরুতর আহত পুলিশ সদস্যকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত বিজিবি-পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button