‘সমকামীরা মানবজাতির জন্য হুমকি’

Yahyaসমকামী মানুষেরা মানবজাতির জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন জাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জ্যাম্মেথ। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
“যারা সমকামকে সমর্থন করে তারা মানবজাতিকে ধ্বংস করে দিতে চায়। এটা মহামারীর আকার ধারণ করছে। আমরা মুসলমানরা এবং আফ্রিকানরা এই ধরণের আচরণ বন্ধের জন্য যুদ্ধ করে যাব।“
“সমকাম সেটা যে ধরণেরই হোক না কেন তারা ভয়ঙ্কর শয়তান, মানবজাতি এমনকি আল্লাহবিরোধী। যদিও কেউ কেউ এটাকে মানবাধিকার বলে সমর্থন করছে।“
১৯৯৪ সালে পশ্চিম আফ্রিকার দেশ জাম্বিয়ায় রক্তপাতহীন সামরিক অভ্যুথানের পর ক্ষতায় আসেন ইয়াহিয়া জ্যাম্মেহ, যিনি আফ্রিকার বিতর্কিত রাষ্ট্রনায়কদের একজন। ২০০৭ সালে তিনি ঘোষণা দিয়েছিলেন গাছ-গাছড়া সেদ্ধ থেকে তিনি এইডস রোগ প্রতিকারের উপায় খুঁজে পেয়েছেন।
ইয়াহিয়ার বক্তব্যের পর এক বিবৃতিতে সমকামী অধিকার দলগুলোর নির্বাহী পরিচালক আন্দ্রে ব্যাঙ্কস বলেন, “জ্যাম্মেহর চিন্তাধারা ভয়ঙ্কর এবং বিরক্তিকর। বিশ্বের জন্য হুমকির যে তালিকা তিনি করেছেন সেটা তার অসহিষ্ণুতার দ্বারা প্রভাবিত।“
মঙ্গলবার যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আর্জেন্টিনা, জাপান, ব্রাজিলসহ আরো বেশ কয়েকটি দেশ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রানজেন্ডার (এলজিবিটি) মানুষদের সমাজে অনাহূত হিসেবে বিবেচনাকারী সব আইন তুলে নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।
২০১১ সালে জাতিসংঘ পরিচালিত এক জরিপে দেখা গেছে ৭৬টিরও বেশি দেশে প্রাপ্তবয়ষ্ক দুজন সমলিঙ্গের মানুষের সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এমনকি অনেক দেশে তাদের বৈষম্য এবং ঘৃণার শিকার হতে হয়।
জাতিসংঘের মানবাধিকার বিভাগের প্রধান নাভি পিল্লাই বলেন, “এমন কোনো সপ্তাহ যায়নি যখন আমার অফিসে অভিযোগ আসেনি যে, বিশ্বব্যাপী এলজিবিটি মানুষেরা কীভাবে নিষ্ঠুর নির্যাতন, ভীতিপ্রদর্শন, পুলিশের হয়রানি এবং নিগ্রহের শিকার হচ্ছে।“

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button