মিনায় অতিরিক্ত ১৮৫০০০ হজযাত্রীর স্থান সংকুলান

Minaসৌদি আরব সরকার মিনা থেকে সরকারি বিভিন্ন বিভাগ সরিয়ে নিচ্ছে মুজদালিফায়। এর ফলে এ বছর সেখানে অতিরিক্ত এক লাখ ৮৫ হাজার হজযাত্রীর স্থান সংকুলান হবে। তাঁবুর শহর বলে পরিচিত এই মুজদালিফায় এর মাধ্যমে অতিরিক্ত শতকরা ২৩ ভাগ স্থান বৃদ্ধি পাচ্ছে। মক্কা গভর্নরেটের মুখপাত্র সুলতান আল দোসারি একথা বলেছেন। গতকাল এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে আরও বলা হয়েছে, দু’ দফায় এ কাজ করা হচ্ছে। এর প্রথম দফায় সেখানে ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। ১০ লাখ বর্গমিটার এলাকায় এ ভবন নির্মাণ করা হয়েছে। অতি জরুরি নয়- এমন সরকারি সংস্থাগুলোকে এখানে সরিয়ে আনা হবে। আল দোসারি আরও বলেছেন, কয়েক বছরের মধ্যে বাকি সরকারি সংস্থাগুলোকে মিনা থেকে এখানে সরিয়ে আনা হবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে। এই নতুন ভবন আজ পরিদর্শনে যাওয়ার কথা মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সালের। মুজদালিফা সীমান্তের কাছে এই নতুন কমপ্লেক্সে রয়েছে ১৩টি ভবন। সেখানে রয়েছে ৩২০০ অফিস ও আবাসিক ব্যবস্থা। থাকবে একটি হেলিপ্যাড, পানির বিশাল একটি ট্যাঙ্ক। তাতে ধরবে ৩৬ হাজার ঘন মিটার পানি। এরই মধ্যে এবার হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন ৬ লাখেরও বেশি বিদেশী হজযাত্রী। আগামী ১৩ই অক্টোবর থেকে হজ শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে এবার প্রায় ২০ লাখ হজযাত্রী হজ পালন করবেন। হজের সময় মক্কা ও অন্যান্য পবিত্র শহরমুখী সড়কগুলোকে সম্ভাব্য বন্যার হাত থেকে রক্ষার জন্য ১৫টি সরকারি সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রিন্স খালেদ। অক্টোবরে হজ মওসুমে মক্কার তাপমাত্রা থাকবে অনেক বেশি। তবে রাতের আবহাওয়া হবে স্বস্তিকর। বলা হয়েছে, দুপুরে তাপমাত্রা থাকবে ৩৮ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে তা নেমে আসবে ২৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে বাতাসের আর্দ্রতা কমে যাবে শতকরা ১৪ ভাগ। রাতে তা বেড়ে দাঁড়াতে পারে ৮৭ ভাগে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button