ক্ষুব্ধ ইরান
হরমুজ প্রণালীতে ব্রিটেনের দ্বিতীয় যুদ্ধজাহাজ
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাজ্যের পাঠানো দ্বিতীয় যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, রোববার এইচএমএস ডানকান নামের ওই যুদ্ধজাহাজটি পারস্য উপসাগরে মোতায়েন ব্রিটিশ যুদ্ধজাহাজ মন্ট্রোজের সঙ্গে যোগ দিয়েছে।
গত সপ্তাহে ইরানের হাতে ব্রিটিশ তেলবাহী একটি ট্যাঙ্কার আটক হওয়ার পর যুদ্ধাজাহাজ মোতায়েন করে যুক্তরাজ্য। হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতেই এ যুদ্ধজাহাজটি মোতায়েন করা হয়েছে। এদিকে ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ইউরোপীয় যুদ্ধজাহাজ প্রেরণকে উসকানিমূলক তৎপরতা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ব্রিটেনের এ পদক্ষেপ ইরানের জন্য বিদ্বেষী বার্তা বহন করছে এবং এর ফলে উত্তেজনা আরও বাড়বে।