খালেদার খুলনা জনসভায় জামায়াত-শিবিরের শোডাউন
আরেফিন শাকিল: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের খুলনার জনসভায় ব্যাপক শোডাউন করেছে জোটের অন্যতম শরিক জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। রবিবার সকালেই মঞ্চের সামনের সিংহভাগ অংশ দখলে নিয়ে নেয় তারা। এনিয়ে অস্বস্তিতে পড়ে বিএনপি নেতারা।
জনসভায় আসা জামায়াত-শিবির নেতাকর্মীরা দলের নেতাদের মুক্তির দাবিতে স্লোগান স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা। এই সময় তাদের হাতে ছিল আটক নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।
নির্দলীয় সরকারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা সার্কিট হাউসে জনসভা করে ১৮ দল। এতে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া আটক সকল রাজবন্দির মুক্তি দাবি করে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
সমাবেশে জামায়াতের নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার বাবাকে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হলে সারাদেশে আগুন জ্বলবে। আমার বাবাকে অন্যায়ভাবে তিনটি বছর কারাগারে আটকে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি আমার বাবার বিরুদ্ধে ইতিহাসের নিষ্ঠুরতম রায় দেয়া হলে সারাদেশে জনগণ তার জবাব দিয়েছে।’
শামীম সাঈদীর এমন বক্তব্যের সময় গোটা সমাবেশস্থলে ‘নারায়ে তাকবির আল্লাহ-আকবর’ ধ্বনি উচ্চারিত হতে দেখা গেছে। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নারী কর্মীদের মতো জামায়াতেরও বিপুল সংখ্যক নারীকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সমাবেশের শুরুতেই বক্তব্য দেন মহানগর শিবিরের সদস্য আজিজুল ইসলাম ফরাজি। তিনিও তার বক্তব্যে আটক জামায়াত নেতাদের মুক্তি দাবি করেন।