জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১১ আগস্ট
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী ১১ আগস্ট। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। আজ বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয় থাকে। সে হিসাবে বাংলাদেশে ১২ আগস্ট ঈদুল আজহা হতে পারে। সর্বোপরি ঈদুল আজহা তথা কোরবানির ঈদ চাঁদ দেখার ওপরই নির্ভরশীল। বাংলাদেশে ২ আগস্ট চাঁদের সন্ধান করা হবে। এদিকে গত বুধবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ পালিত হতে পারে বলে জানিয়েছে।
#BREAKING: Dhu al-Hijjah crescent reportedly seen in #SaudiArabia’s Tumair observatory, marking the beginning of the month in which the Islamic ritual of #Haj takes place. pic.twitter.com/m5brqgklsj
— Saudi Gazette (@Saudi_Gazette) 1 August 2019