যান্ত্রিক ত্রুটিতে আটকা পড়েছে ইউনাইটেড এয়ারওয়াজের ফ্লাইট
যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে একটি ফ্লাইটের কয়েক দফা সময়সূচি পরিবর্তন করেছে চট্টগ্রাম-কলকাতা রুটে চলাচলকারী বেসরকারি ইউনাইটেড এয়ারওয়েজ। রোববার ১২টা ২০ মিনিটে সংস্থাটির একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সন্ধ্যা সোয়া ছয়টায় সম্ভাব্য সময় নির্ধারণ করেছে ইউনাইটেড এয়ারওয়েজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার চট্টগ্রাম থেকে ৩৭ জন যাত্রী নিয়ে ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রীরা বিমানবন্দরে পৌঁছালে জানানো হয় যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছেড়ে যেতে দেরি হবে। তবে এর নির্দিষ্ট কোন সময় উল্লখ করা হয়নি।
এতে চট্টগ্রামসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিপাকে পড়েছেন ওই ফ্লাইটে চিকিৎসার জন্য ভারতে গমনেচ্ছুক রোগীরাও।
ইমিগ্রেশন পুলিশ জানান, ৩৭ জন যাত্রী নিয়ে একটি ফ্লাইট আটকা পড়ে গেছে। তবে তা কখন ছেড়ে যাবে তা আমাদের জানানো হয়নি।।
ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানান, হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে। ত্রুটি সারাতে প্রকৌশলীরা যথাসম্ভব দ্রুত কাজ করছেন।