নিউ ইয়র্কে ৫০ হাজার তরুণের মুখোমুখি ড. ইউনূস

Yunusনিউইয়র্কে ৫০ হাজার তরুণের সমাবেশে দারিদ্র্য ও বেকারত্বহীন এক বিশ্ব তৈরির আহ্বান জানিয়েছেন নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এমন এক বিশ্ব তৈরি করতে হবে যেখানে কোনো অভাব থাকবে না।
শনিবার নিউইয়র্কে একটি কনসার্টে আসা তরুণদের উদ্দেশে তিনি এ কথা বলেন। এ আয়োজন করে দ্য গ্লোবাল সিটিজেন মুভমেন্ট। ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভাল’ উপলক্ষে এ আয়োজন করা হয়।
দ্য গ্লোবাল সিটিজেন মুভমেন্টের সদস্যরা ড. ইউনূসের সঙ্গে দেখা করেন। তারা ড. ইউনূসকে জানান, আন্তর্জাতিকভাবে পোশাকশ্রমিকদের নূন্যতম বেতন নির্ধারণ করার জন্য তার দেয়া প্রস্তাবের সঙ্গে তারাও একমত। এ ব্যাপারে সংগঠনের সদস্যরা ‘হ্যাপি ওয়ার্কার্স ট্যাগ’ নামে একটি ক্যাম্পেইনও শুরু করেছেন। চরম দারিদ্র্য দূর করাই তাদের উদ্দেশ্য।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বোনো, স্টিভি ওন্ডার, কিংস অব লিওন, এলিশিয়া কেইস, জন মেয়ারসহ শীর্ষ সংগীত তারকারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button