সিআইডির প্রধান হলেন সিলেটের আবদুল্লাহ আল-মামুন

সিলেট অঞ্চলের কৃতি সন্তান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম এবার বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে বিগত ১৬ মে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) হিসেবে পদোন্নতি পান। তার আগে তিনি বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম এর বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে।
এদিকে এডিশনাল আইজিপি হিসেবে পদোন্নতির ৩ মাসের মাথায় সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় সুনামগঞ্জজুড়ে আনন্দের বন্যা দেখা দিয়েছে। তাঁর নতুন এ দায়িত্ব সততার এক অনন্য দৃষ্টান্ত বলেও অবিহিত করছেন সুনামগঞ্জের মানুষ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button