ব্রেক্সিট বিতর্ক
বরিস জনসনের ভাইয়ের পদত্যাগ
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই জো জনসন এমপি ও মন্ত্রী উভয় পদ থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই এক টুইট বার্তায় তিনি এ পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন বলেও জানিয়েছেন ওই টুইটে।
টুইটে জো জনসন বলেন, সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে পারিবারিক বিশ্বস্থতা ও জাতীয় স্বার্থ নিয়ে আমি চাপের মধ্যে ছিলাম। এটি আমার জন্য অসমাধানযোগ্য একটি উদ্বেগ। এখন সময় এসেছে অন্য কারো আমার এমপি ও মন্ত্রী পদ গ্রহণ করার।
তিনি আরো বলেন, তিন জন প্রধানমন্ত্রীর অধীনে দীর্ঘ ৯ বছর মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।