মুঈনুদ্দীন-আশরাফুজ্জামানের মামলার রায় যেকোনো দিন
জামায়াত নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় যে কোন দিন ঘোষনা করবেন ট্রাইব্যুনাল। মামলায় উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ সোমবার রায় অপেক্ষমাণ রেখেছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাদের বিরুদ্ধে একাত্তরে বুদ্ধিজীবী হত্যার অভিযোগ আনা হয়। এর আগে রোববার আসামি চৌধুরী মুঈনুদ্দিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট সালমা হাই টুনি। সোমবার আশরাফুজ্জামানের পক্ষে যুক্তিউপস্থাপন করেন অ্যাডভোকেট আব্দুর শুকুর খান।