ভোটার তালিকা ১শ’ ভাগ সঠিক
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, আমাদের তথ্য ভাণ্ডারে ভোটার তালিকা ১শ’ ভাগ সঠিক। এ নিয়ে রাজনৈতিক বিতর্কের কোনো সুযোগ নেই। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, যাচাই-বাছাই করে দেখেছি আমাদের তথ্য ভাণ্ডারে কোনো ভুল তথ্য নেই। তবে মাঠ পর্যায়ের হিসাবে ভুল থাকতে পারে। বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। টিআইবি’র প্রতিবেদনের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার পর আমরা রিটার্নিং অফিসার নিয়োগ করবো। পরিস্থিতি বুঝে ডিসি বা আমাদের কর্মকর্তারা কাজ করবে। এ ক্ষেত্রে আমরা পূর্ববর্তী কমিশনকে অনুসরণ করা চেষ্টা করছি। সকলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুন্দর হওয়ার জন্য সব দলের অংশগ্রহণ প্রধান শর্ত। এর জন্য সবাইকে নির্বাচনমুখী হতে হবে।