মুফতি ওয়াক্কাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহাসচিব সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার মুফতি ওয়াক্কাসকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে হাজির করা হয়। ডিবির পরিদর্শক মো. সারোয়ার হোসেন আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত মুফতি ওয়াক্কাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর মুফতি ওয়াক্কাসকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (সশস্ত্র) শাহজাহান হত্যাসহ তিনটি ও পল্টন থানার দু’টিসহ ৫টি মামলায় ১০ দিন করে ৫০ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ।