গাড়ি চালালে নারীর ডিম্বাশয় ক্ষতিগস্ত হয় !
সৌদি আরবের একজন রক্ষণশীল আলেম বলেছেন, যেসব নারী গাড়ি চালান তাদের ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হয় এবং তারা সন্তানধারণে নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়।
রক্ষণশীল সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার ক্রমবর্ধমান দাবির মধ্যেই শেখ সালেহ আল-লোহাইদান এ মন্তব্য করলেন।
তিনি বলেন, ‘যদি একজন নারী গাড়ি চালান তাতে তার শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। চিকিৎসা গবেষণায় দেখা গেছে, এতে তার ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হয় এবং শ্রোণী বা নিতম্ব উর্ধ্বমুখী হয়।’
‘এ কারণে দেখা যায় যারা নিয়মিত গাড়ি চালান তাদের সন্তানদের নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা যায়।’
সোদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর যে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে তা অমান্য করার জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছে আন্দোলনকারী নারীরা। টুইটারের ওই আন্দোলনে এখন পর্যন্ত ১১ হাজার নারী স্বাক্ষর করেছেন।
গত দুই দশক যাবৎ গাড়ি চালানোর অনুমতির দাবিতে আন্দোলন করছে কিছু সৌদি নারী। সৌদি আরবে শুধু পুরুষদের ড্রাইভিং লাইসেন্স দেয়া হয় এবং নারীরা গাড়ি চালালে পুলিশ তাদের জরিমানা করে।
সরকার বলছে, নারীদের গাড়ি চালানো সৌদি ঐতিহ্যের পরিপন্থি। অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন, নারীদের গাড়ি চালানোর অনুমতি না থাকায় তাদের বেগানা পুরুষদের ড্রাইভার হিসেবে নিয়োগ দিতে হয়।