আমিরাতে এক মাসে ২৫০ জনের ইসলাম গ্রহণ
আরব আমিরাতে গত মাসে ২৫০ জন বিভিন্ন দেশের নাগরিক ইসলাম ধর্মে দীতি হয়েছেন। রমজান মাসে আরো অনেক বেশি মানুষ শান্তির ধর্ম ইসলামে দীতি হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। গালফ নিউজ। নতুন ইসলাম গ্রহণকারীদের মধ্যে এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান ও দণি আমেরিকান নাগরিক রয়েছেন বলে জানা গেছে। আমিরাতের দার আল বার সোসাইটি প্রোগ্রামের আওতায় এসব মানুষ ইসলাম ধর্মের দীা লাভ করেন। আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগ যৌথভাবে একাধিক সামাজিক সংস্থার সাথে কাজ করে দার আল বার প্রোগ্রাম। এ ছাড়াও নতুন মুসলিমদের বিভিন্ন ধরনের সহায়তা দেয়ার জন্য বিভিন্ন সম্মেলন আয়োজন করে সংস্থাটি। বিশেষ করে তাদের প থেকে খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে। এর বাইরে সংস্থাটি মাঝে মাঝে বিশেষ প্রোগ্রামের আয়োজন ও মাসিক মিটিংয়ের ব্যবস্থা করে থাকে। এর মধ্য দিয়ে নও-মুসলিমদের ইসলামের বিধিবিধানের সাথে পরিচিত করে তোলা হয়।