ডেভিড ক্যামেরনের নতুন লেখা বইতে নিজ দলের দুই নেতা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য
‘জনসন একটা আস্ত মিথ্যুক’
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসন একটা আস্ত মিথ্যুক। স্রেফ নিজের ক্যারিয়ারের জন্য তিনি ব্রেক্সিট প্রচারণাকে সমর্থন জুগিয়েছেন। আর কনজারভেটিভ পার্টির আরেক নেতা মাইকেল গুভের একমাত্র যোগ্যতা হচ্ছে বিশ্বাসঘাতকতা। ক্যামেরন তার নতুন লেখা বইতে নিজের দলের দুই নেতা সম্পর্কে এ মন্তব্য করেছেন। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস-এ বইয়ের কিছু অংশ প্রকাশ করা হয়েছে।
বইতে নিজের স্কুলবন্ধু জনসন সম্পর্কে ক্যামেরনের সবচেয়ে বিস্ফোরক অভিযোগটি হচ্ছে, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নে এর সম্ভাব্য প্রবেশের ওপর দৃষ্টিনিবদ্ধ রেখে বর্ণবাদী নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন জনসন।
তিনি লিখেছেন, ‘ছাড়ার (ব্রেক্সিট) ঘোর কাটতে বেশি সময় লাগেনি। যে দেশটি ইইউর সদস্য নয় তার ওপর মনোযোগ কেন? উত্তরটি হচ্ছে, এটা মুসলিম দেশ, যেটি ইসলামবাদ সম্পর্কে, গণঅভিবাসন ও সমাজ রূপান্তরের ভয় উস্কে দিচ্ছে। এটা ছিল ভয়ঙ্কর।’
চুক্তিবিহীন ব্রেক্সিট নিয়েও জনসনের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন ক্যামেরন। জনসনের সঙ্গে এই চুক্তিবিহীন ব্রেক্সিটের নেতৃত্ব দিচ্ছেন ক্যামেরনেরই প্রাক্তন সহকর্মী ও কনজরাভেটিভ দলের অন্যতম নেতা মাইকেল গুভ। বইতে এই দুজনেরই আচরণ ‘আতঙ্কজনক’ বলে মন্তব্য করেছেন ক্যামেরন। তিনি লিখেছেন, ‘তারা দুজনই যে সরকারের অংশ তাকে কার্যত দুমড়েমুচড়ে ফেলছে।’
মাইকেল গুভ সম্পর্কে ক্যামেরন বলেছেন, ‘মাইকেলের একটি গুণই জ্বলজ্বলে-বিশ্বাসঘাতকতা। আমার প্রতি বিশ্বাসঘাতকতা এবং পরে জনসনের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’