সুরমা তীর পরিষ্কার অভিযানে তিন ব্রিটিশ এমপি
সিলেট নগরীর বুক চিরে বয়ে চলছে সুরমা নদী। সিলেটের ‘প্রাণ’খ্যাত এই নদী দূষণ-দখলে হুমকিতে রয়েছে। নদীতে ময়লা-আবর্জনা ফেলায় এর উভয় তীরই বর্জ্যের ভাগাড়ে রূপ নিয়েছে। এই আবর্জনা পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়েছে ব্রিটিশ তিন এমপিসহ কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধি দল।
আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নদীর চাঁদনীঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির পল স্কালি, সংগঠনটির প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এবং বব ব্ল্যাকম্যান এমপির নেতৃত্বে প্রতিনিধি দল। চলমান ‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’ প্রকল্পের সঙ্গে একাত্মতা পোষণ করে এনি মারগারেট মেইন বলেন, ‘সিলেট তথা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এখানকার তরুণ সমাজ যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা আসলেই দৃষ্টান্তস্বরূপ। তাদের কর্মসূচিতে অংশ নিতে পারায় আমরা গর্বিত।’
সুরমা নদীর তীর পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ যে কোনো প্রয়োজনে সিলেট সিটি করপোরেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সংগঠনটি। সরকারি সহায়তায় সুরমা নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করছে সিলেট সিটি করপোরেশন।